এনবিটিভি ডেস্ক: মালতিপুর বিধানসভা কেন্দ্রের রতুয়া ২ নং ব্লকের পিরগঞ্জ অঞ্চলের বরকোল থেকে যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বে বাইক র্যালি বারকরা হয়। এদিনকার এই বাইক র্যালিটি উত্তর মহারাজপুরে এসে শেষ হয়। এদিনকার বাইক র্যালিতে একুশে আবার ফুটবে ঘাসফুল স্লোগান তুলে ধরেন তৃণমূল কর্মীরা। এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর তথা প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সী এবং উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মাসিদুর রহমান, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রিয়াজুল সাহেব, মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রিয়াজুল করিম বক্সী সহ উপস্থিত ছিলেন এলাকার ব্লক নেতৃত্ব গন।