সুকান্ত ময়দানে আক্রান্ত বিজেপি প্রার্থী ভিগু ঠাকুর, প্রতিবাদে আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ বিজেপির

অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত আসানসোল পৌরনিগমের বিজেপি প্রার্থী ভিগু ঠাকুর। আসানসোল দক্ষিণ থানার সুকান্ত ময়দান এলাকার ঘটনা। প্রতিবাদে আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখালো বিজেপির নেতা ও কর্মীরা। বিজেপি প্রার্থী ভিগু ঠাকুর জানান, শনিবার সুকান্ত ময়দান এলাকায় অসুস্থ বিজেপির এক কর্মীকে দেখতে যাওয়ার সময় বেশ কয়েকজন মিলে তার পথ আটকে গালিগালাজ ও মারধর করে বলে। ভিগু ঠাকুরের অভিযোগ, তৃণমূলের লোকজন এই মারধর করেছে। এই ঘটনার পর বিজেপি প্রার্থী ভিগু ঠাকুর আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানায় আসেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অমরনাথ চ্যাটার্জি।

Latest articles

Related articles