নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তন করে আজাদ হিন্দ মেমোরিয়াল করার দাবী যুব বার্তার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

দাবীতে মিছিল যুব বার্তার সদস্যদের
দাবীতে মিছিল যুব বার্তার সদস্যদের

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী কে সামনে রেখে মাধ্যমিক ও সাংবাদিকতার পাঠ্যসূচিতে দেশ-বিদেশের অন্যান্য মনীষীদের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সহ আজাদ হিন্দ সংগ্রামকে সরকারিভাবে অন্তর্ভুক্ত করার দাবি, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এর নাম পরিবর্তন করে আজাদ হিন্দ মেমোরিয়াল করার দাবি সহ দশ দফা দাবিতে বর্তমান যুবসমাজ ও ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে অভিনব সাইকেল পরিক্রমা কর্মসূচিতে শামিল হলেন নদীয়ার যুব বার্তা পরিবারের সদস্যরা। পাশাপাশি তৎকালীন সময়ে কখনও জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে সাংগঠনিক কাজে আবার কখনোও ধর্মীয় জ্ঞানার্জনের তাগিদে নেতাজি সুভাষচন্দ্র বসু নদীয়ার শান্তিপুর, রানাঘাট, নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা ছাড়াও বিভিন্ন জায়গায় এসেছিলেন। মূলত সেইসব বিশেষ স্থান গুলিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা ও ঐতিহাসিক স্থান হিসেবে গণ্য করার দাবিও তুললেন তারা। রবিবার দুপুরে নবদ্বীপ শহরে এসে এই কথাই জানালেন নদীয়ার যুববার্তা পরিবারের সম্পাদক সঞ্জীব কাষ্ট। এছাড়াও নেতাজীর উপস্থিতির স্মৃতি বিজড়িত নদীয়া জেলার বিভিন্ন স্থান কে ছাত্র-ছাত্রী ও যুব সমাজের মাঝে তুলে ধরতেই তাঁরা ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে জেলার এইসব বিশেষ এলাকা গুলি সাইকেল পরিক্রমায় মাধ্যমে তাদের দাবি সমূহ প্রতিষ্ঠা করার প্রয়াস চালিয়ে যাবেন বলেও এই দিন জানান নদীয়ার যুব বার্তা পরিবারের সম্পাদক সঞ্জীব।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর