বিজেপি নিজেরাই নিজেদের কর্মী মেরে অপরের ঘাড়ে দোষ চাপায় : মুখ্যমন্ত্রী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

bjp-amp-1

প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রানীগঞ্জ সফর করেন,সেখানে তিনি বিভিন্ন মানুষকে রাজ্য সরকারের নানা প্রকল্পের সুবিধা দান করেন।সেখানে তিনি একটি জনসভায় বক্তব্য রাখার সময় বলেন, বিজেপির লোকেরা নিজেরাই নিজেদের লোককে মেরে সরকারের ঘাড়ে দোষ চাপায়।উল্লেখ্য গতকাল রাজ্য সরকারকে চাপে ফেলতে বিজেপি কর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মিছিল করে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন উত্তর কন্যা ঘেরাও করার কর্মসূচি গ্রহণ করে। কিন্তু অনেকক্ষেত্রেই এই কর্মসূচি হিংসাত্মক হয়ে ওঠে।মিছিলকারীদের অনেকেই পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে দেখা যায়।পুলিশের সঙ্গে কোথাও কোথাও আন্দোলন কারীদের ধস্তাধস্তিতে এক বিজেপি কর্মীর মৃত্যু হয় বলে বিজেপির অভিযোগ।সেই প্রসঙ্গে আজকে জনসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য গুরুত্বপূর্ণ।

মৃত ব্যাক্তির নাম উলেন রায়।পুলিশের বক্তব্য অনুসারে তার মৃত্যু হয়েছে শট গানের আঘাতে।কিন্তু পুলিশ সেদিন শট গান ব্যাবহার করেনি।পুলিশের ইঙ্গিত বিজেপির দিকে। রাজ্য সরকারের তরফে ঘটনার তদন্ত ভার সিআইডি কে দেওয়া হয়েছে।

তিনি এদিন কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়ান কৃষক আন্দোলনের বিষয়ে।তিনি হুশিয়ারি দিয়ে কৃষি বিল ফেরত নেওয়ার কথা।তিনি বলেন ২০১১ এর পর থেকে তিনি কোনো বনধ সমর্থন করেননি কিন্তু কৃষকদের এই আন্দোলনের সঙ্গে তার সম্পূর্ণ সমর্থন আছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর