বিজেপি নেতাদের জুতো দিয়ে স্বাগত জানানো শুরু বিজেপি শাসিত রাজ্যে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

ie1pb8q_farmers-protest-haryana-karnal-bjp-jjp-boycott_625x300_28_December_20

নিউজ ডেস্ক : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন এক মাস উত্তীর্ণ। এখনো পুঁজিপতিদের স্বার্থরক্ষায় সচেষ্ট মোদি সরকার অনড় কৃষি বিল প্রত্যাহার না করার ব্যাপারে। আন্দোলনে প্রাণ গেছে বহু কৃষকের, আত্মহত্যা করেছেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি। তার পরেও বিজেপি সরকারের এই গোঁড়ামিতে ক্ষুব্দ সারা দেশের কৃষক সম্প্রদায়। তারই বহিঃপ্রকাশ দেখা গেল বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে। সেখানকার কৃষকরা নিঃসংকোচে জানিয়েছেন, বিজেপি নেতারা গ্রামে প্রবেশ করার চেষ্টা করলে ফুল নয় বরং জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হবে। হরিয়ানার কাদিরাবাদ গ্রামের কৃষকরা সারাদেশের কৃষকদেরকে বিজেপি নেতাদের এইভাবে স্বাগত জানানোর আহ্বান জানিয়েছেন। কৃষকদের এই হুশিয়ারিকে সমুচিত বলে মন্তব্যও করেছেন অনেক নেটিজেন।

হরিয়ানার একের পর এক গ্রামে বয়কট করা হচ্ছে বিজেপির নেতা এবং মন্ত্রীদের। বয়কটের ডাক দেয়া হচ্ছে বিজেপি এবং জেজেপি জোট সরকারের বিরুদ্ধে। এবার প্রতিটা গ্রামের প্রবেশপথে ব্যানার টাঙ্গিয়ে দেয়া হচ্ছে কৃষক তরফ থেকে। যেখানে লেখা হচ্ছে, ‘চাষিদের স্বার্থে যাঁরা কথা বলবেন, শুধু তাঁরাই গ্রামে ঢুকতে পারবেন।’‌ তাঁরা বলছেন, আন্দোলনে ভাঙন ধরাতে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। বিজেপি সরকারের আচরণে তাঁরা ক্ষুব্ধ। গুরলাল সিং নামে এক কৃষক বলেন, ‘‌ক্ষমতাসীন নেতারা কৃষকদের জঙ্গি, কট্টরপন্থী–খলিস্তানি অপবাদ দিচ্ছেন। কৃষক নেতাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে হরিয়ানা সরকার। আইন কার্যকর করে আমাদের শেষ করে দিতে চাইছে ওরা।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর