
মালদা জেলায় হরিপুর ব্লকের ঋষিপুর গ্রামে, বিজেপির সদস্য গোবিন্দ চৌধুরীর বিরুদ্ধে উঠলো চাঞ্চল্যকর অভিযোগ। এলাকার এক যুবক দাবি করে বিজেপির সদস্য গোবিন্দ চৌধুরী তার কাছ থেকে যোজনার জন্য কুড়ি হাজার টাকা কাটমানি চায়। আর্থিক অভাবে টাকা দিতে না পারার কারণে অভিযোগকারী যুবককে বেধড়ক মারধর করা হয়।
অভিযোগকারী যুবক মারফত দাবি করা হচ্ছে, অর্থাভাবের কারণে ছাগল বিক্রি করে প্রথম কিস্তির টাকা মেটানো হয়। এরপর দ্বিতীয় কিস্তির টাকা না দিতে পারায় যুবককে বেধড়ক মারধর করে হয়েছে। ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপি সদস্য গোবিন্দ চৌধুরীর এহেন কার্যকলাপে ক্ষুব্ধ এলাকাবাসী।