বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লার কাছে অনুরোধ জানান কংগ্রেস সাংসদ শশী তারুরের সাংসদ পদ খারিজ করা হোক, কারণ হিসেবে তিনি জানান শশী তারুর করোনার একটি স্ট্রেইনকে ভারতীয় করোনা স্ট্রেইন বলে উল্লেখ করেছেন। বিজেপি সাংসদ আরোও বলেন একজন ভারতীয় সাংসদ কীভাবে ভারতীয়রদের প্রতি এমন অসম্মানজনক শব্দ ব্যবহার করতে পারেন, যেটা শুধু অসম্মানজনক নয়, অবৈজ্ঞানিকও। শশী তারুর সমস্ত সীমা অতিক্রম ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।