বিজেপি ও তৃণমুলকে এক যোগে ‘বিজেমুল’ বলে কটাক্ষ সূর্যকান্ত মিশ্রের

এনবিটিভি ডেস্ক: বৃহস্পতিবার আসানসোল রবীন্দ্র ভবনে নিরুপম সেন স্মরণ সভায় যোগ দিয়ে এমন ই মন্তব্য করেন তিনি। এদিনের স্মরণ সভায় এদিন বামফ্রন্টের প্রচুর কর্মী সর্মথকরা যোগদান করেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেন, এখানে লড়াইটা দুটি দলের নিতীর বিরুদ্ধে লড়াই।দুটি দল ভেতরে এক সুতোয় বাঁধা আছে। ওরকম ভাবে আমরা দেখি না। আজকে তৃণমুল কালকে বিজেপি। তাই একটা কথাই চলে বিজেমুল। কংগ্রেসের হাইকমান্ড জোটের পক্ষে মত দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, জোট আগে ছিলোই। আমরা লড়াইটা আরো ব্যাপক করে করতে চাই। যাতে শ্রমিক, কৃষক, জিনিসের দাম বৃদ্ধি এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো জনগনের সামনে জলন্ত ইসু তুলে ধরবো।

Latest articles

Related articles