নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো বিজেপি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মোদী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বিজেপির ইশতেহার প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (১৪ এপ্রিল) নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দলের সভাপতি জেপি নাড্ডা এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনসহ বিজেপির অন্যান্য মন্ত্রীরা।

ইশতেহারে নাগরিকত্ব আইন, সিএএ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

নরেন্দ্র মোদি বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে ‘বিকশিত ভারত’ এর চারটি স্তম্ভের উপর জোর দেওয়া হয়েছে। সেগুলো হলো: নারী শক্তি, তরুণ শক্তি, কৃষক এবং দরিদ্র জনগণ।

“আমাদের নির্বাচনী ইশতেহারে সম্মানজনক জীবন, উন্নত জীবন, এবং অধিক সুযোগ-সুবিধার পাশপাশি উন্নত সুযোগ-সুবিধার উপর মনযোগ দেওয়া হয়েছে।

আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। সাত দফায় এ ভোটগ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর