সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনে ব্যায়ও বাড়িয়েছে ক্ষমতাসীন বিজেপি।
সাংবাদিক ও ফ্যাক্ট চেকার মুহাম্মদ জুবায়েরের শেয়ার করা ডেটা শীট অনুসারে, গত তিন মাসে বিজেপি অফিসিয়াল ফেসবুক পেইজে বিজ্ঞাপনের জন্যে খরচ করেছে ৬ কোটি টাকারও বেশি। গুগলে নির্বাচনী প্রচারের জন্যে খরচ করেছে ৩০ কোটি টাকার বেশি।
ওই এক্স পোস্টের তথ্য অনুসারে, বিজেপি ছাড়াও ফেসবুকে বিজ্ঞাপনের জন্যে বেশি খরচ করা দলগুলোর মধ্যে আছে উড়িষ্যার বিজু জনতা দল, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও
অন্ধ্রপ্রদেশের যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি।