ছাত্র সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির চন্দ্রকোনায়

 মিনহাজউদ্দিন, মেদিনীপুরঃ চন্দ্রকোনা ব্লক-১ DYFI ও SFI এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় চন্দ্রকোনা টাউন হলে। এই রক্তদান শিবিরে ৭১ জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন DYFI এর জেলা সভাপতি কমরেড রঞ্জিত দাস, চন্দ্রকোনা ব্লক সভাপতি কমরেড সুস্মিত পাল, বসনছড়া শাখা সম্পাদক কমরেড মুক্তার আলি সহ প্রমুখ। অনুষ্ঠানটির সূচনা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে।

Latest articles

Related articles