মালদায় রক্তশূন্য ব্লাড ব্যাঙ্ক, বন্ধ অপারেশন

এনবিটিভি,মালদা: মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য। যার জেরে প্রায় বন্ধ হতে চলেছে অপারেশন। আর এর ফলে হতাশ হয়ে ফিরতে হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের। রক্ত সংকট না মিটলে চরম সমস্যার আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল ও রোগীর আত্মীয় পরিজনরা।

মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কোনও রকমের রক্তই মিলছে না। রক্ত না থাকায় প্রায় বন্ধ সমস্ত রকম অপারেশন। জেলার নার্সিংহোমগুলিতেও একই অবস্থা। রক্ত সংকটের জেরে অপারেশন বন্ধ হতে চলেছে বলে জানা গেছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা। রক্ত না থাকায় হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। সমস্যার আশু সমাধান না হলে এই রক্ত সংকট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবকে রক্ত দানের জন্য শুক্রবার দুপুরে আহ্বান জানিয়েছে ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা। এখন এটাই দেখার বাকি কত দ্রুত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্ত সংকট দূর করা যায়।

Latest articles

Related articles