পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক জায়গা থেকে উদ্ধার বোমা

এনবিটিভি, ওয়েব ডেস্ক: সামনেই পঞ্চায়েত নির্বাচন। কিন্তু তার আগেও সংঘর্ষ ও বোমাবাজি অব্যাহত।

মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে বোমাবাজি হয় এলাকায়। বুধবার এলাকায় মিলেছে বোমা। অন্যদিকে, গতকাল রাতে নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুরের বনশ্রীতে মিলেছে এক ব্যাগ তাজা বোমা। ঘটনায় গ্রেফতার করা হযেছে দুই তৃণমূলের কর্মীকে।

এদিকে বুধবার সকালে তালদির রেল লাইন থেকে উদ্ধার করা হয় বোমা ভরতি ব্যাগ। ঘটনার তদন্তে নেমেছে ক্যানিং থানার পুলিশ। খুবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে।

Latest articles

Related articles