আবারও শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব গুহ

আবারও অসুস্থ বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান সাহিত্যিক। কিছুদিন আগেই করোনা ভাইরাসকে জয় করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে ছিলেন। কিন্তু আবারও অসুস্থ বুদ্ধদেব গুহ। গত রবিবার থেকেই শহরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে মঙ্গলবার সন্ধ্যার পর আবারও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে আইসিইউতে (ICU) স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। শ্বাসকষ্টজনিত কারণ নিয়েই তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। তবে, শ্বাসকষ্ট ছাড়াও বর্ষীয়ান সাহিত্যিক বুদ্ধদেব গুহর মূত্রনালীতেও সংক্রমণ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

জানা গিয়েছে, বিশিষ্ট সাহিত্যিককে পর্যবেক্ষণে রেখেছেন চারজন চিকিত্‍সকের একটি দল। আরও একবার করা হয়েছে বুদ্ধদেব গুহর করোনা পরীক্ষাও। যদিও সেই টেস্টের রিপোর্ট এখনও পর্যন্ত জানা যায়নি বলে হাসপাতাল সূত্রে খবর।প্রসঙ্গত, চলতি বছর এপ্রিল মাসেই করোনা থাবা বসিয়েছিল এই ৮৫ বছরের কিংবদন্তি সাহিত্যিকের শরীরে। তখন প্রথমে শহরের একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। তারপর তাঁর শ্বাসকষ্ট শুরু হলে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।তখন এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বুদ্ধদেব গুহ।জানা যায় তখন তাঁর পাশাপাশি কোভিড আক্রান্ত হয়েছিলেন তাঁর মেয়ে এবং গাড়ির চালকও।এরপর মে মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন বর্ষীয়ান সাহিত্যিক।তখন বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর মুখে শোনা গিয়েছিল, ‘আমি এখনই ফুরিয়ে যাব না।’কিন্তু আবারও শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল। বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর দ্রুত আরোগ্য কামনা করছেন বাংলার সাহিত্য মহল থেকে শুরু করে তাঁর অগণিত অনুরাগী পাঠক।

Latest articles

Related articles