এনবিটিভি ডেস্ক, আসানসোল: বরাকর বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস পরিষেবা বন্ধ রয়েছে মঙ্গলবার। বাস শ্রমিক সংগঠনের নেতা বাবু ব্যানার্জির অভিযোগ মালিক পক্ষ যখন তখন শ্রমিকদের বাস থেকে নামিয়ে দিচ্ছে ও ২০ টি বাস তারা বরাকরে ঢুকতে দিচ্ছে না। তার প্রতিবাদ করায় বাস বন্ধ রেখেছে মালিকপক্ষ। অপরদিকে বাস অ্যাসোসিয়েশন এর ম্যানেজিং কমিটির মেম্বার মহঃ মুমতাজ আলম বলেন, চাঁদা ৫ টাকা থেকে ১০ টাকা করে দিয়েছে, সাথে সিট বুকিং করে কমিশন কাটার জন্য একটা কাউন্টার খুলে দিয়েছে। তার জন্য আমরা বলতে গেলে বলে তারা বলেন এটাই হবে। এই জন্য আমরা বাস বন্ধ রেখেছি। সাথে আরও বলেন যদি কোন স্টাফ কে নামিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের অফিসে জানাতে হবে। যদি কোনো শ্রমিককে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে তা কেন জানানো হয়নি। সকাল থেকে বড় বাস পরিসেবা বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা।
Related articles