পুজো মিটলেই ফের রাজ্যে উপনির্বাচন  ভোট , থাকবে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী  মোতায়েন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

crpf

এনবিটিভি ডেস্কঃ গত ৩০ শে অক্টোবর রাজ্য উপনির্বাচনে তিনটি কেন্দ্রে তৃণমূলের জয় হয় । সকলের পাখির চোখ ছিল ভবানিপুর কেন্দ্র , মমতা বন্দোপাধ্যায় ৫৮৮৩২ ভোটে জয় লাভ করেন।

পুজো মিটলেই ফের রাজ্যে উপনির্বাচন  ভোট ৩০ শে অক্টোবরে   । এবার উপনির্বাচন হবে শান্তিপুর  , গোসাবা , খড়দহ  ও দিনহাটায় । ওই চার কেন্দ্রে আপাতত ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী  মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন।

চারটি কেন্দ্রে ভোটের প্রচার ও শুরু হয়ে গেছে। অনেক কেন্দ্রে প্রার্থী ও ঘোষণা হয়ে গিয়েছে।

থাকছে ৯ কোম্পানি BSF, ৮ কোম্পানি CRPF ও ৫ কোম্পানি SSB ও CISF। কোন কেন্দ্রের জন্য কত বাহিনী বরাদ্দ? সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে তেমনই খবর।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর