পঞ্চায়েত নির্বাচন: ‘ফলপ্রকাশের পর ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকুক রাজ্যে’ প্রস্তাব কলকাতা হাইকোর্টের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের পর ১০ দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকুক রাজ্যে। আর সেই মর্মে কেন্দ্রের কাছে আবেদন জানাক রাজ্য নির্বাচন কমিশন। এমনই প্রস্তাব কলকাতা হাই কোর্টের। পাশাপাশি ভোটের আগেরদিন অর্থাৎ শুক্রবার সন্ধের মধ্যে বাহিনীকে যথাযথ জায়গায় মোতায়েন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন আদালত আরও নির্দেশ দিয়েছে, “কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন আইজি, বিএসএফ।  রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এ ব্যাপারে তাঁকে তথ্য দিয়ে সাহায্য করবেন। বাহিনী মোতায়েনের বিষয় আইজি, বিএসএফ, কমিশন ও পুলিশ সমন্বয় সাধন করে মোতায়েন করবে। এই বিষয় আদালত হস্তক্ষেপ করবেনা। বাতিল ব্যালটে প্রিসাইডিং অফিসারকে স্বাক্ষর করতে হবে। কোথাও থেকে যেন কোনও অভিযোগ না আসে, তার জন্য সব চেষ্টা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।”

Latest articles

Related articles