মিটলো বিরোধ, নির্বাচনী প্রচারে একসঙ্গে প্রার্থী ও প্ৰাক্তন বিধায়ক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210315-WA0009

আলিনুর মন্ডল,বসিরহাট: রাজনীতিতে গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। আর সেই গোষ্ঠী কোন্দল  চরমে উঠে যখন টিকিটের দাবিদার হয়েও টিকিট না পাওয়া যায়। তেমনই ঘটনা ঘটলো বসিরহাট উত্তর বিধানসভাতে। 21 বঙ্গ বিধানসভার প্রার্থী নির্বাচন নিয়ে শুরু হয় গোষ্ঠী কোন্দল। এবারের নির্বাচনে বসিরহাট ভাবতে পারেনি যে বসিরহাট উত্তরের প্রার্থী হবেননা এটিএম আব্দুল্লাহ রনি। মমতা ব্যানার্জি যখনই বসিরহাট উত্তরে সিপিআই এম থেকে আসা রফিকুল ইসলাম এর নাম ঘোষণা করেন, তখনই রনির অনুগামীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই বিক্ষোভ একসময় চরমে ওঠে, রনি সাংবাদিক সম্মলন করে  ক্ষোভ উগরে দেন দলের বিরুদ্ধে। বিক্ষোভ এতটা মারাত্মক পৰ্যায়ে পৌঁছায় রনিকে শীঘ্রই ডেকে পাঠায় জেলা নেতৃত্ব। নেতৃত্বর সঙ্গে আলোচনার মাধ্যমে সেই সংঘাতে ভাটা পরে এবং রনিকে উত্তর 24 পরগনা জেলার নির্বাচনী কনভেনর নিযুক্ত করা হয়। দলের সাথে ক্ষোভ মিটতেই রনির বাড়িতে গিয়ে হাজির হয় বসিরহাট উত্তরের এবারের টিএমসি প্রার্থী রফিকুল ইসলাম। দুজনার মধ্যে দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে ঠিক হয় এবারের নির্বাচনে সকলে একসঙ্গে দলের হয়ে কাজ করবেন। এটিএম আব্দুল্লাহ রনি জানান প্রার্থী না হতে পারায় সাময়িক ভাবে ক্ষুব্ধ থাকলেও, দল নেত্রী যাকে প্রার্থী ঠিক করেছেন সকলকে তা মানতে হবে। সকল নেতা কর্মী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দলীয় প্রার্থীকে বসিরহাট উত্তর থেকে বিরাট ব্যবধানে জয়যুক্ত করানোই এখন মূল লক্ষ্য।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর