পাকিস্তানকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় মামলা, খারিজ সুপ্রীম কোর্টে

৩৭০ ধারা বাতিলের সমালোচনা এবং পাকিস্তানের স্বাধীনতা দিবসে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শুভেচ্ছা জানানোর অভিযোগে মহারাষ্ট্র কলেজের একজন অধ্যাপকের বিরুদ্ধেদায়ের করা এফআইআর বাতিল করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের একটি আদেশ বাতিল করে বিচারপতি এ এস ওকা এবং উজ্জল ভূয়ানের বেঞ্চ বলেন, “ভারতের প্রতিটি নাগরিকের ৩৭০ ধারা বাতিল এবং জম্মু ও কাশ্মীরের অবস্থা পরিবর্তনের পদক্ষেপ নিয়ে সমালোচনা করার অধিকার আছে।”

আদালত আরো বলেন, ৩৭০ ধারা রহিত করাকে অনেকে ‘কালো দিবস’ মনে করেন। এগুলো প্রতিবাদ ও ক্ষোভের বহিঃপ্রকাশ। রাজ্য যদি প্রতিটি ক্রিয়াকলাপকে ১৫৩-এ ধারার অধীনে অপরাধ হিসেবে বিবেচনা করে তবে গণতন্ত্র যেটি ভারতের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য সেটি টিকে থাকবে না।

উল্লেখ্য ওই শিক্ষক হোয়াটএপ স্ট্যাটাসে লিখেছিলেন, ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের জন্যে কালো দিবস। ৩৭০ ধারা বাতিল করা হয়েছে, আমরা খুশি নই।

এর পরই তার বিরুদ্ধে কোলহাপুরের হাটকানঙ্গলে থানায় আইপিসি ধারা ১৫৩-এ-এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়।

আদালত জানায়,  প্রত্যেক নাগরিকের তাদের নিজ নিজ স্বাধীনতা দিবসে অন্যান্য দেশের নাগরিকদের শুভেচ্ছা জানানোর অধিকার রয়েছে। যদি ভারতের একজন নাগরিক পাকিস্তানের নাগরিকদের শুভেচ্ছা জানান, তাতে দোষের কিছু নেই।

Latest articles

Related articles