আদালত থেকেই কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো সিবিআই

আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই তাকে দিল্লির আদালত থেকেই নিজেদের হেফাজতে নিয়েছে।  একই মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ইডি।

মঙ্গলবার দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেয়। পরে তিহারে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল।

তিহার কর্তৃপক্ষ বুধবার তাকে দিল্লির ট্রায়াল কোর্টে হাজির করে।। দুই পক্ষই বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের সামনে নিজেদের বক্তব্য পেশ করেন। এ সময় সিবিআই কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে।

সিবিআইয়েল আইনজীবি আদালতে বলেন, আবগারি মামলার তদন্তের অগ্রগতির জন্য কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে চায়।

এরপরেই হেফাজতে নেওয়ার অনুমতি দেন আদালত।

Latest articles

Related articles