মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটের মহানন্দা নদী থেকে উদ্ধার শতাব্দী প্রাচীন দুটি পাথরের মূর্তি। নদীর তীরে খেলার সময় কয়েকজন শিশু ওই মূর্তি দুটি দেখতে পায়। দুটি মূর্তির একটি দুর্গা মূর্তি এবং অপরটি ভৈরব মূর্তি। খবর পেয়ে মূর্তি দুটি উদ্ধার করে ইংরেজবাজার থানায় নিয়ে যায় পুলিশ।
এর আগেও বহু জায়গায় মাটি খুড়তে গিয়ে পাথরের মূর্তি সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়। শুক্রবার সকালে মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাট এলাকায় খেলার সময় কয়েকজন শিশু দুটি পাথরের মূর্তি দেখতে পায় তারা। মালদা জেলা অনেক পুরনো একটি স্থান, সেখানে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস।
পুলিশ মূর্তি দুটি জেলা প্রত্নতত্ত্ব বিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন।