এনবিটিবি ডিজিটাল ডেস্ক: বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছি বলে আর বাড়ি ফেরেনি বছর বাইশের তরতাজা যুবক।চারিদিকে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি পরিবারের লোকেরা। দু দিন পরে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে জঙ্গলের মধ্যে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম কৌশিক শীল(২২)।মর্মান্তিক ঘটনাটি ঘটে সোনারপুর থানার ডিঙ্গেলপোতায়। এলাকার বাসিন্দারা বাঁশ বাগানের মধ্যে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন ও সোনারপুর থানায় খবর দেয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।পরিবারের অভিযোগ, মৃতের বন্ধুরাই ওই যুবককে খুন করেছে।
Popular Categories