এনবিটিভি, ওয়েব ডেস্ক: সরকারি কর্মীদের কার্যাজিতে বহু বুথে তৃণমূলের পক্ষে যাওয়া ব্যালট বাতিল হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কো-অর্ডিনেশন কমিটির অনেকে আছে এখানে। যাঁরা ব্যালট পেপারে স্বাক্ষর করেননি। ফলে আমাদের অনেক ব্য়ালট পেপার বাতিল হয়েছে অনেক জায়গায়। দোষটা কার? তাঁদের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে না কেন?”
তিনি আরো বলেন, “মানুষ কি ভোট দিতে গিয়ে দেখবে কোথায় কোন স্বাক্ষর করা আছে! মানুষ যদি এত বুঝত তাহলে তো ফারাক থাকত না।” তাঁর আক্ষেপ, “প্রিসাইডিং অফিসার, কাউন্টিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল। এজন্য কোথাও তৃণমূলের ৫০টা কোথাও ১০০টা ভোট বাতিল হয়েছে।”