রোনাল্ডোর একটা ছোট কাজেই কোকাকোলা কোম্পানির ক্ষতি ৩০ হাজার কোটি টাকা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

bc621c30-ce1a-11eb-9fff-7986449b7d1f

নিউজ ডেস্ক : মাত্র কয়েস সেকেন্ডে বিশাল অঙ্কের টাকার ক্ষতি। সাংবাদিক সম্মেলনে এসে ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তাতেই বিপত্তি। কোকাকোলা সংস্থার ক্ষতি হয়ে গেল প্রায় ৩০ হাজার কোটি টাকার।

হাঙ্গেরি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে কোকাকোলার ঠান্ডা পানীয়ের দুটো বোতল সরিয়ে জলের বোতল তুলে ধরেছিলেন রোনাল্ডো। সঙ্কেত দিয়েছিলেন জল খাওয়ার। এমন সামান্য কাণ্ড বড় ক্ষতি করে দিল সংস্থার। বিশ্ব বাজারে তাদের দর নেমে গেল প্রায় ৩০ হাজার কোটি টাকা। শেয়ার বাজারে দর পড়ল ১.৬ শতাংশ।

হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল করেন রোনাল্ডো। একটি পেনাল্টি থেকে, অন্যটি বিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে। প্রথম গোলটি করার সঙ্গে সঙ্গেই ইউরো কাপের ইতিহাসে সব চেয়ে বেশি গোল করার রেকর্ড গড়ে ফেলেন তিনি। সেই সঙ্গে পঞ্চম ইউরো কাপ খেলতে নেমে গোল করে, তাঁর খেলা সব কটি ইউরো কাপে গোল করার রেকর্ডও গড়লেন তিনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর