এনবিটিভি ডেস্কঃ তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে চরম বিভ্রান্তি। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট রয়েছে রাজ্যে ১০৮ পুরসভা কেন্দ্রে। আর সেই লক্ষ্যেই শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তৃণমূলের তরফে। পার্থ চট্টোপাধ্যায় বলেন, এবার কোনও বিধায়ককেই প্রার্থী করা হয়নি। এমনকি এক পরিবার থেকেও একাধিককে প্রার্থী করা হয়নি। আজ বিভিন্ন পুরসভা কেন্দ্রে তৃনমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই ক্রন্দল শুরু হয় সাধারণ ভোটার থেকে নিচুতলা নেতা সকলের মধ্যে।
গতকাল তৃণমূলের তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তালিকা প্রকাশ হয় সেই নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে বিভিন্ন পুরসভা কেন্দ্রে। তার পরেই তালিকা তৈরির কাজে ভার প্রাপ্ত্য রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ববি হাকিম অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্জির বৈঠক হয়। তার পরেই সংবাদ মাধ্যম কে ডেকে পার্থ বাবু বলেন, “সামাজিক মাধ্যমে প্রকাশিত তালিকা ঠিক নয় বলে জানায়। কারণ সেইগুলিতে নেতৃত্বের কোনো সাক্ষর নেই, সাক্ষর সহ তালিকা প্রকাশ করা হচ্ছে।”