এনবিটিভি, ওয়েব ডেস্ক: চলতি বছর এখনও পর্যন্ত ত্রিপুরা থেকে গ্রেপ্তার হয়েছে ৫২ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী।
ত্রিপুরার শীর্ষ পুলিশ আধিকারিক মঞ্চক ইপ্পার জানিয়েছেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে বেশ কিছু মামলা রুজু হয়েছে। তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এছাড়া, যারা রোহিঙ্গাদের সাহায্য করছে তাদেরও খোঁজ করা হচ্ছে। উত্তরের রাজ্যগুলির সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। রাজ্যগুলিও আমাদের কাজে সহযোগিতা করছে। আমরা কঠোরভাবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করছি। চলতি বছরে এখনও পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের তদন্ত জারি থাকবে।”
এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী সীমান্ত বিশ্ব শর্মা জানান, “পাসপোর্ট বা ভিসা ছাড়া যারা ভারতে প্রবেশ করছে তারা এ দেশের সার্বভৌমত্বের জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গাদের অনুপ্রবেশ উদ্বেগজনক। মানবপাচারকারীরা ত্রিপুরায় রোহিঙ্গাদের নিয়ে আসছে। সেখান থেকে অসম ও দেশের অন্যান্য প্রান্তে পাচার করে দিচ্ছে। এই নিয়ে আমাদের পুলিশপ্রশাসন ত্রিপুরা সরকারের সঙ্গে একযোগে কাজ করছে।”
তিনি আরও বলেন, “কেউ রোহিঙ্গা হোক বা না হোক, কিংবা হিন্দু-মুসলিম যেই হোক না কেন, বিনা পাসপোর্ট বা ভিসায় ভারতে অনুপ্রবেশ করলে তা বেআইনি বলেই গণ্য হবে। আমরা কোনও বেআইনি কার্যকলাপ বরদাস্ত করব না।”