আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

LPG-1-770x433

ফের মধ্যবিত্তের হেঁসেলে কোপ। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, ভর্তুকিহীন সিলিন্ডার প্রতি ২৫.৫০ পয়সা করে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। দিল্লিতে এতদিন ১৪.‌২ কেজি রান্নার গ্যাসের জন্য ৮০৯ টাকা দিতে হত। এবার থেকে তাঁদের ৮৩৪ টাকা ৫০ পয়সা দিতে হবে। বাণিজ্যনগরী মুম্বইয়েও একই দামে সিলিন্ডার কেনা যাবে। কলকাতায় তা ৮৩৫.‌৫০ টাকা। দেশের মেট্রো শহরগুলির মধ্যে সব থেকে বেশি দাম এখন চেন্নাইয়ে। সেখানে নতুন দাম হল ৮৫০ টাকা ৫০ পয়সা। এই নিয়ে গত ৬ মাসে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বাড়ল প্রায় ১৪০ টাকা।মার্চে ভোটের সময় রান্নার গ্যাসের দাম কিছুটা কমেছিল। কিন্তু ভোট মেটার কিছুদিন পরই ফের এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সিলিন্ডারের দাম। গৃহস্থালীর পাশাপাশি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা।
দেশে পেট্রল-ডিজেল যখন একাধিক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে, সেই অবস্থায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়াতে গৃহস্থের মাথায় হাত পড়তে বাধ্য।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর