করোনা জয় করে ঘরে ফিরলেন কেএলসির ওসি স্বরুপ কান্তি পাহাড়ি

নিজস্ব সংবাদদাতা: অতি মারী করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন লেদার কমপ্লেক্স থানার বড়বাবু।সোমবার রাতে তিনি বাইপাশ সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পান।আপাতত এক সপ্তাহ তাঁকে নিজের বাড়িতে হোম কোয়ারানটাইনে থাকতে বলা হয়েছে।

সপ্তাহখানেক পরে তিনি ডিউটিতে যোগ দিতে পারবেন।লেদার কমপ্লেক্স থানা ছাড়াও কলকাতা পুলিশের আরও কয়েকটি থানার ওসি সহ জনা পঞাশ পুলিশ কর্মী এপর্যন্ত আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই চিকিৎসাধীন বর্তমানে।বড়বাবু সুস্থ হয়ে ঘরে ফেরায় মনোবল ফিরেছে থানার বাকি পুলিশ কর্মীদের মধ্যে।

Latest articles

Related articles