বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ অস্ত্র সহ আটক।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_944885975977313

গাজী সালাহউদ্দীন।স্টাফ রিপোর্টার।

বহুল আলোচিত কিছু দূর্নীতির সাক্ষী রিজেন্ট হাসপাতাল। দূর্নীতির চিত্র ফাস হয়ে যায় এ করোনা টেস্টের রিপোর্ট প্রকাশে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান বহুল আলোচিত ব্যক্তি সাহেদ।আটক হয়েছেন আজ ভোরে দেবহাটা সিমান্ত থেকে। রিজেন্ট হাসপাতালে র‍্যাবের অভিজানের ৭ম দিন ছিল আজ। কিন্ত সাত তম দিনে আর পার পেলেন না এ দূর্নীতিবাজ।সাথে আগ্নেয়াস্ত্র নিয়ে সাতক্ষীরার দেবহাটা সিমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালায় সাহেদ।কিন্তু দূর্নীতির সংখ্যা তার এতোটাই যে আল্লাহ তাকে ক্ষমা করেন নি। গত বৃহঃস্পতিবার গুন্জন উঠে যে, শাহেদ সাতক্ষীরা জেলায় হঠাৎগন্জ দিয়ে পালিয়ে যাচ্ছেন। তবে এ ঘটনা কতোটুকু সত্য তা শুক্রবার পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করতে পারেন নি। কিন্তু সাতক্ষীরার সিমান্তবর্তী এলাকায় তৎপরতা বাড়ানো হয়। শাহেদের বাবা জনাব সিরাজুল ইসলামের মৃত্যুর পর ও কোনো প্রকার যোগাযোগ করেন নি পরিবারের কারো সাথে।গত বৃহঃস্পতিবার শাহেদের বাবা সিরাজুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু নিজের ছেলেকে শেষবারের মতো দেখা হয়নি। কারণ ছেলে নিজ প্রান বাচাতে ব্যস্ত। কিন্তু চোরের দশদিন,বাড়িওয়ালার একদিন প্রবাদের সত্যতা দিয়ে আপন রক্ষা করতে পারলোনা শাহেদ। র‍্যাবের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সফলভাবে অভিজানের মাধ্যমে আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এমন হাজারো শাহেদ এখনো ধরাছোয়ার বাহিরে। জানিনা তাদের দূর্নীতির কালো অধ্যায় কবে প্রকাশিত হবে।কবে বাংলাদেশ দূর্নীতিমূক্ত আকাশ দেখবে সেটা আল্লাহ তায়ালা ভালো জানেন। দূর্নীতি আর বাংলাদেশ যেন একটি অন্যটির পূর্নতা দানকারী। এ ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের সময় অসংখ্য এমন দূর্নীতিবাজের মুখোশ উন্মোচিত হয়েছে। দূর্নীতিমুক্ত বাংলাদেশ দেখার স্বপ্নে বিভোর বাংলাদেশের ১৬কোটি মানুষ। ইনশাআল্লাহ শাহেদ দের মতো দূর্নীতির আগ্রাসন নির্মূল করবে আইনশৃঙ্খলা বাহিনী।
Nbtv.

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর