করোনার থাবা এবার ভাঙ্গড়ে, আতঙ্কে গোটা ভাঙড় বাসি,

দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙ্গড়-২ ব্লকের দক্ষিন বামনঘাটা এলাকায় এক করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। বছর ২৪-এর এই তরুনী সদ্য মা হয়েছেন। সন্তান ডেলিভারিতে এনআরএস হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হয়ে ছিলেন।খবরে প্রকাশ ঐ তরুনীর সাথে আর সাতজন করোনাতে আক্রান্ত হয়েছেন, এরা সকলেই এক ওয়ার্ডে সন্তান ডেলিভারিতে ভর্তি ছিলেন। তরুনীতে এনআরএস হাসপাতাল থেকে এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আক্রান্তের সংস্পর্শে আশা পরিবারের সকলকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এই ঘটনার পরেই আজ রবিবার সকল থেকে পুলিশ প্রশাসন উক্ত এলাকা সীল করে দিয়েছে। বাঁশ-কাঠ দিয়ে ব্যারিকেড করে যাওয়া-আসা পথ বন্ধ করা হয়েছে, ১৪ দিন থাকবে এই বিধিনিষেধ।

জনগণের কথা ভেবে ব্লক প্রসাশনের তরফ থেকে খোলা হয়েছে হেল্প ডেস্ক। নিত্যপ্রয়োজনীয় জিনিষ থেকে সুরু করে, বিভন্ন সাহায্য দেওয়া হবে এই হেল্প ডেস্ক থেকে। প্রথম করোনার খবরে এলাকাতে চাঞ্চল্য।

Latest articles

Related articles