বিশ্বজিৎ কর্মকার, ডোমকলঃ মুর্শিদাবাদের ডোমকলে ফের তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ওপর উঠল স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ। ডোমকলের ৫ নম্বর সারাংপুর পঞ্চায়েতের তৃণমূলের কিমকিম বিবির বিরুদ্ধে উঠল এই অভিযোগ। অভিযোগ করেছেন দলেরই এক সদস্য শরিফুল ইসলাম। তিনি একটি লিখিত অভিযোগ জানিয়েছেন ডোমকলে মহকুমা শাসক এবং ডোমকল সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। এদিন বৃহস্পতিবার সেই সাপেক্ষে একটি তদন্তকারী দল ওই গ্রাম পঞ্চায়েত যান এবং তাদের প্রয়োজনীয় নথি দেখাশোনা করেন।
সূত্রের খবর, প্রধান কিমকিম বিবি একাধিক আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত। আবাস যোজনা সহ টেন্ডারের কাজেও আর্থিক তছরূপ করেছেন তিনি। এছাড়াও তার নিজের ছেলে শামিম বিশ্বাসকে টেন্ডারের কাজ পাইয়ে দিয়েছেন,এমনটাও অভিযোগ উঠেছে প্রধানের বিরুদ্ধে।