এনবিটিভি ডেস্ক: দেশে একদিনে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৪,৯৫৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখন দেশে মোট সংক্রমিত ১০,০৩,৮৩২ জন। একদিনে মারা গিয়েছেন ৬৮৭ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫,৬০২ জন। সুস্থ হয়েছেন ৬,৩৫,৭৫৭ জন। সুস্থতার হার এখন ৬৩.৩৪ শতাংশ। সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। সেরাজ্যে মারা গিয়েছেন ১০,৯২৮ জন, আক্রান্ত ২,৭৫,৬৪০ জন।
তামিলনাডুতে মোট সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,৫১,৮২০ জন। মৃত ২,১৬৭ জন। দিল্লিতে মোট আক্রান্ত ১,১৬,৯৯৩, মৃত মোট ৩,৪৮৭ জন। আইসিএমআর জানিয়েছে, তারা বৃহস্পতিবার পর্যন্ত ১,৩০,৭২,৭১৮টি নমুনা পরীক্ষা করেছে। অসমে নতুন সংকর্মিত শনাক্ত হয়েছেন ৮৯২ জন। সবমিলিয়ে সংক্রমিত দাঁড়াল ২০,৬৪৬ জন। কর্নাটকে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪,১৬৯ জন। মারা গিয়েছেন ১০৪ জন।
মোট মৃত ১,০৩১ জন। পাঞ্জাবে মারা গিয়েছেন আরও ৫ জন। নতুন ২৯৮ জনকে ধরে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯,০৯৪ জন। বিহারে নতুন সংক্রমণ ১,৩৮৫ জন, মৃত ১০ জন। মোট মৃত ১৬৭ জন। শুক্রবার সকাল ৯টা থেকে ওডিশার গঞ্জাম, খুর্দা, কটক ও জাজপুরে জারি হয়েছে পুরো লকডাউন। লকডাউন চলবে ৩১ জুলাই পর্যন্ত।