রাজনীতিতে সৌজন্যের নজির,বিজেপি বিধায়কের অনুরোধে ভ্যাকসিন শিবির হল ত্রিবেনী মোড়ে

উজ্জ্বল দাস,আসানসোল:  বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের অনুরোধে আসানসোল পৌরনিগমের উদ্যোগে বার্নপুরের ত্রিবেনী মোড়ে সম্প্রতি হলে কোভিড ভ্যাকসিন শিবির অনুষ্ঠিত করা হল।

বৃহস্পতিবার এই ভ্যাকসিন শিবিরের সূচনা করেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি। জানা গিয়েছে, দিন কয়েক আগে আসানসোল পৌরনিগমে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ভ্যাকসিন নিয়ে স্মারকলিপি দিয়েছিলেন। তার বিধানসভা এলাকায় মানুষেরা ঠিকমতো ভ্যাকসিন পাচ্ছেন না বলে এই স্মারকলিপি দেওয়া হয়েছিলো।

সেইদিন পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে বলেছিলেন যারা ভ্যাকসিন পাননি তাদের নামের তালিকা পাঠাতে, তাঁরা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবেন। এদিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের তালিকা মতো 250 জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এদিন এই ভ্যাকসিন শিবির পরিদর্শনে এসে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জির হাতে রাখী পরিয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।

Latest articles

Related articles