ছত্রিশগড়ে গোরক্ষকদের হামলা, মারা গেলেন তিন মুসলিম ব্যবসায়ী

ছত্রিশগড়ে গরু পরিবহনের অভিযোগে হিন্দুত্ববাদীদের হামলায় আরো এক মুসলিম নিহত হয়েছে। এ ঘটনায় এ নিয়ে মৃত্যু হলো তিনজন মুসলিম ব্যবসায়ীর।

নিহত ওই ব্যক্তির নাম সাদ্দাম কুরেশি। তিনি  ছত্তিশগড়ের রায়পুরো গরু পরিবহনের সময় লাঞ্চিত হওয়া তিন মুসলিম ব্যবসায়ীর একজন। ১০ দিন ধরে জীবন মৃত্যুর লড়াই করার পর মঙ্গলবার হাসপাতালে মারা যান তিনি। ২৪ বছর বয়সী সাদ্দাম রায়পুরের শ্রী বালাজি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর আগ পর্যন্ত কোমায় ছিলেন।

তার সাথে থাকা আরো দুই ব্যবসায়ী হামলার দিনই মারা যান।

হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ দীপক জয়সওয়াল বলেছেন, তার মস্তিষ্কের ডানদিকে মাথায় গুরুতর আঘাত ছিল যার কারণে তার মাথা ফুলে গিয়েছিল এবং রক্ত ​​চলাচল কমে গিয়েছিল। আমরা তার মাথায় সার্জারি করেছি। তার পাঁজর, কাঁধ, বাম হাত এবং মেরুদণ্ডে একাধিক ফ্র্যাকচার ছিল।

উল্লেখ্য, ৭ জুন সকালে গুড্ডু খান ও চাঁদ মিয়া খান নামে দুই মুসলিম পুরুষকে মৃত অবস্থায় পাওয়া যায়। সাদ্দাম কোরেশি আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিল। তিনজনই পশ্চিম উত্তর প্রদেশের বানাট ও লাখনোটি গ্রামের বাসিন্দা।

মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় সাদ্দাম বলেন, ওরা ১৫ জন ছিল। তারা গুড্ডু ও চান্দকে হত্যার পর মহানদী ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে মোদির শপথ নেওয়ার ঠিক দুই দিন আগে এই ঘটনা ঘটে।

ছত্তিশগড় পুলিশ এই ঘটনায় খুনের চেষ্টা ও অপরাধমূলক হত্যার মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Latest articles

Related articles