দেশে করোনার দাপট অব্যাহত, যাবতীয় রেকর্ড ভেঙে দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়াল ৪ লক্ষ

রোজ রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই মারণ ভাইরাসের দাপটে জেরবার গোটা দেশ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ  ১ হাজার ৯৯৩। মৃতের সংখ্যা ৩৫২৩। গত ২৪ ঘন্টায় প্রায় ৩ লক্ষ মানুষ সুস্থ হয়ে ফিরেছেন।

 

তবে শনিবারের আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের সব রেকর্ড ভেঙে দিল। এই মুহুর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩২, ৬৮,৭১০।

সবমিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯১,৬৪,৯৬৯। সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন
১,৫৬,৮৪,৪০৬ জন। মোট মৃত্যু হয়েছে ২,১১,৮৫৩ জনের। এখনও পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১৫,৪৯, ৮৯, ৬৩৫ জনের।

Latest articles

Related articles