দামেস্কে হামলা চালালো ইসরাইল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200903-WA0003

এনবিটিভি: গতকাল (বুধবার) রাত ১০টা ২৩ মিনিটের সময় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আল-তানফ এলাকা থেকে টি-ফোর বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানার রিপোর্টে বলা হয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় এবং শুধুমাত্র কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এর দুই দিন আগে দখলদার ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলায় দুই সেনা নিহত এবং সাতজন আহত হন। সোমবারের হামলা অধিকৃত গোলান মালভূমি থেকে পরিচালনা করে ইসরাইলি বাহিনী।

২০১১ সাল থেকে সিরিয়া বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের সহিংসতা মোকাবেলায় করে আসছে। সিরিয়ার সরকার বলছে, এসব উগ্র তাকাফিরি সন্ত্রাসীদেরকে আমেরিকা এবং ইসরাইল সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এখন তাদের পতন ঠেকাতে ইসরাইল সিরিয়ার সেনাবাহিনী এবং সামরিক স্থাপনার ওপর মাঝেমধ্যে হামলা চালিয়ে সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর