
বিহারের মোকামা ব্লকের একটি সরকারি প্রাথমিক স্কুলে মিড ডে মিলের খাবারে মৃত সাপ পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২৪ এপ্রিল এই ঘটনায় ওই খাবার খেয়ে ১০০-এরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, রান্নার সময় একটি মরা সাপ পাত্রে পড়লে রান্নাকার্য বন্ধ না করে সাপটি সরিয়ে খাবার পরিবেশন করা হয়। অভিভাবকদের অভিযোগ, প্রায় ৫০০ শিশুকে ওই দূষিত খাবার জোর করে খাওয়ানো হয়।

ঘটনার পর একের পর এক শিশু বমি ও মাথা ঘোরার লক্ষণ দেখায়। আতঙ্কিত পরিবারগুলি ১০০-এর বেশি অসুস্থ শিশুকে মোকামার রেফারেল হাসপাতাল ও বারহ মহকুমা হাসপাতালে নেয়। চিকিৎসকরা জানান, শিশুদের দেহে বিষক্রিয়ার সরাসরি প্রমাণ মেলেনি। তবে স্থানীয় বাসিন্দারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। তাদের দাবি, শিশুরা অসুস্থ হওয়ার পর শিক্ষকরা স্কুল তালাবন্ধ করে চলে যান।
এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক ৩১ (NH31) অবরোধ করে প্রতিবাদ জানান। এদিকে, জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে। কমিশনের বক্তব্য, “শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থতা মানবাধিকার লঙ্ঘনের শামিল।” বিহারের মুখ্য সচিব এবং পাটনা পুলিশের উচ্চাধিকারীর কাছে NHRC দু’সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু শিশু খাবার খেতে অস্বীকার করলে তাদের জোর করা হয়। পাশাপাশি, রান্নাঘরের স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন এখন ঘটনার তদন্তে নেমেছে বলেও জানানো হয়েছে। এই ঘটনায় মিড ডে মিলের গুণমান ও তদারকি ব্যবস্থা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে।