২০১৫ উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিতদের অবিলম্বে নিয়োগ করতে হবে দাবি ঐক্য মঞ্চের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

cadda_bcf6305cee_long

পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট (২০১৫) উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত ঐক্য মঞ্চের দাবি

আমরা (২০১৫-১৭,২০১৬-১৮,২০১৭-১৯)
সেশন থেকে D.EL.ED ট্রেনিং
সম্পূর্ণ করা প্রায় ১২০০ জন প্রার্থী রয়েছি।
সংবাদমাধ্যমে দেওয়া, শিক্ষামন্ত্রীর পূর্বঘোষিত
মতামত অনুযায়ী আমাদের সরলীকরণের
মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়টি যদি আপনারা সংবাদ মাধ্যমে একটু তুলে ধরতেন,
এবং শিক্ষামন্ত্রীর নিকট আমাদের বিষয়টি আপনারা তুলে ধরতেন, আর শিক্ষামন্ত্রী যদি আমাদের বিষয়টি একটু ভেবে দেখতেন,
তবে আমরা এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। আমরা শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি মতো চরম আর্থিক দারিদ্রতা সত্বেও D.El.ED করেছি।

১. ২০১৫ সালের প্রাইমারি টেট পাস এবং D.EL.ED প্রশিক্ষণপ্রাপ্ত এমন প্রায় ১২০০ জন প্রার্থীদেরকে মাননীয় শিক্ষামন্ত্রীর ঘােষিত পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক শিক্ষক পদে অবিলম্বে সরাসরি নিয়ােগ ।

২. নতুন পরীক্ষা ছাড়াই ( ২০১৫ এর টেট পরীক্ষার সাপেক্ষেই আমাদেরকে সরাসরি নিয়ােগ করতে হবে , যেভাবে ২০১৪-১৬ এবং আর.সি.আই ২০১৫-১৭ সরাসরি নিয়ােগপত্র পেয়েছিল ।

৩. বর্তমান সরকার ইতিমধ্যে প্রায় ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়গুলিতে পঞ্চম শ্রেণি যুক্ত করেছেন এবং এরপরও ৮ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী চলতি বছরের যুক্ত হয়েছে ।

সেজন্য অনেক শূন্যপদ সৃষ্টি হয়েছে , শিক্ষক – শিক্ষিকার প্রয়ােজনে অবিলম্বে আমাদের নিয়ােগের বিষয়টি মানবিক দৃষ্টি দিয়ে দেখার জন্য আবেদন জানাই ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর