দিল্লিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বিজেপি নেতার

দিল্লিতে একটি পার্কের মধ্যে থেকে উদ্ধার হল বিজেপি নেতার ঝুলন্ত দেহ। কৃষক আন্দোলন শুরু পর থেকে দিল্লিতে বহু কৃষক এবং কৃষক নেতার মৃত্যু হয়েছে। আর এবারে আত্মহত্যা করলেন এক বিজেপি নেতা। তবে এই আত্মহত্যার সঙ্গে কৃষক আন্দোলন বা রাজনৈতিক কোনো বিষয়ের যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। পশ্চিম দিল্লির বিজেপি শাখার প্রাক্তন সহ–সভাপতি ওই নেতার নাম জি এস বাওয়া। সোমবার সন্ধেয় সুভাষ নগরে একটি পার্কের গ্রিল থেকে তাঁকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন তিনি। যদিও পুলিশ এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি।

 

পশ্চিম দিল্লিরই ফতে নগরে বাড়ি ওই বিজেপি নেতার। যে পার্ক থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে, সেটিও তাঁর বাড়ি থেকে হাঁটা দূরত্বে। পুলিশ জানিয়েছে, বাওয়ার বয়স হয়েছিল ৫৮ বছর। তদন্তকারীরা জানিয়েছেন, আপাতত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মৃত্যুর কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা। তবে তারও আগে বিজেপি নেতার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। রিপোর্ট এলে, তার ভিত্তিতে তদন্ত করে বিজেপি নেতার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।
প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দলীয় বর্ষীয়ান নেতারা। পেশায় রাজনীতির পাশে আইনজীবী হিসেবেও কাজ করতেন বাওয়া।

Latest articles

Related articles