৭ দিনের রিমান্ডে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলায়  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২২ মার্চ) রাউস এভিনিউ আদালতে কেজরিওয়ালকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

বিচারক ২৮ মার্চ পর্যন্ত তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন।

এদিকে কেজরিওয়াল নিজ কর্মদোষেই গ্রেপ্তার হয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

শর্মিষ্ঠা বলেন, অরবিন্দ কেজরিওয়াল ও আন্না হাজারে গোষ্ঠী মিলে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দিক্ষীতের বিরুদ্ধে অভিযোগের অনেক প্রমাণ রয়েছে বলে দাবি করেছিল। কিন্তু কোনো প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করা হয়নি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর