নিজস্ব সংবাদদাতা,ভাঙড়: বিজেপি সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভাঙড়ের ৪০০ জন।শনিবার ভাঙড়ের নিউটাউন সংলগ্ন ব্যাওতা অঞ্চলের হাজরাতলায় তৃণমূলের এক কর্মী সভা থেকে ভাঙড় ২ নাম্বার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অহিদুল ইসলাম এবং ভাঙড়ের প্রাপ্তন বিধায়ক আরাবুল ইসলামের নেতৃত্বে প্রায় ৪০০ জন বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।দলে যোগ দেওয়া কর্মী দের হাতে দলীয় পতাকা তুলে দেন আরাবুল ইসলাম,অহিদুল ইসলাম এবং অঞ্চল সভাপতি জুলফিকার মোল্লারা।
এই মঞ্চ থেকে আরাবুল ইসলাম কড়া হুঁশিয়ারি দেন বিজেপির বিরুদ্ধে, তিনি বলেন,’ভাঙড়ে বিজেপির অস্তিত্ব নেই,দিলীপ ঘোষের পাগলামি ভাঙড়ের মানুষ ঘুচিয়ে দেবে।’
এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি অহিদুল ইসলাম বলেন, কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই এলাকায় এসে ভন্ডামী করে গিয়েছে,তাই আজ আমরা বিজেপি কর্মীদের থেকে তৃণমূলে ফিরিয়ে একটা ঝাঁকুনি দিয়েছি আগামীতে গোটা ভাঙড় জুড়ে ঝাঁকুনি দিয়ে দেব।