শিক্ষক দিবসে শিক্ষককের অভিনব উদ্যোগ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200905-WA0158

এনবিটিভি ডেস্ক: আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, প্রতিবছর সাড়ম্বরে এই দিনটি পালিত হয় । তবে করোনা অতিমারির কারনে এ বছর তা হচ্ছে না । বন্ধ রয়েছে স্কুল, প্রাইভেট টিউশনসহ শিক্ষাপ্রতিষ্ঠান গুলি । তবে কোথাও কোথাও তা পালিত হচ্ছে সতর্কতার সাথে । যেমন শনিবার শিক্ষক দিবসে এক অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ লক্ষ্য করা গেল পাণ্ডবেশ্বর নবগ্রাম এলাকায় । সাধারণত শিক্ষক দিবস অনুষ্ঠান পালিত হয় ছাত্র ছাত্রীদের উদ্যোগে । কিন্তু এখানে উদ্যোক্তা স্বয়ং স্কুলের প্রধান শিক্ষক- ই । স্থানীয় নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে রয়েছেন অরুণ কুমার দাঁ । আজ শিক্ষক দিবসের দিন তিনি নিজে পায়ে হেঁটে পৌঁছে যান এলাকার ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি । নিজের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন খাতা পেন্সিল সহ পড়াশুনোর উপহার । বাড়িতে বসেই উপহার পেয়ে স্বভাবতই খুশি খুদে পড়ুয়ারা । শিক্ষকের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবকরাও । স্কুল ম্যানেজিং কমিটির সদস্য তথা এলাকার বাসিন্দা শেখ আলাউদ্দিন জানান অরুন বাবুর আমলে স্কুলটির প্রভূত উন্নতি হয়েছে । স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে শিক্ষার মান ও । তিনি বলেন অরুণ বাবু সর্বদাই স্কুলের উন্নতির ব্যাপারে অভিনব চিন্তাভাবনা করেন এবং সেগুলি কে বাস্তবায়িত করে দেখান তিনি । অন্যদিকে অরুন বাবু জানান শিক্ষক দিবস সাধারণত পালিত হয় ছাত্র ছাত্রীদের উদ্যোগে । করোনা অতিমারির কারনে এবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে , তাই বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের হাতে কিছু উপহার তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম । তবে এই উদ্যোগের আসল উদ্দেশ্য হলো বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে খোঁজ নেওয়া ছাত্রছাত্রীরা বাড়িতে নিয়মিত পড়াশোনা করছে কিনা । অভিভাবকরা ছেলেমেয়েদের পড়াশোনার উপর নজর রাখছে কিনা সেটাও দেখার উদ্দেশ্য ছিল । দীর্ঘদিন স্কুল বন্ধ রয়েছে বাড়িতে নিয়মিত পড়াশোনা না করলে স্কুল ছুটের সম্ভাবনা বাড়তে পারে । তা আটকাতেই ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষকদের নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন । এসব কারনেই আজকের এই উদ্যোগ বলে জানান অরুন বাবু ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর