শিক্ষক দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে আসাম মাদ্রসা সমন্বয়রক্ষী সমিতি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200905-WA0163

এনবিটিভি ডেস্ক: মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করার ঘোষনার বিরোধিতায় শিক্ষক দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে আসাম মাদ্রসা সমন্বয়রক্ষী সমিতি৷ তারই অঙ্গ হিসাবে আজ আছিমিয়া সিনিয়ার মাদ্রাসায় কালো দিবস পালন করেন শিক্ষক ও ছাত্র ছাত্রীরা৷ এই দিন উপস্থিত ছিলেন আছিমিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধীক্ষক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা এটিএম জাকারিয়া, মাওলানা আব্দুল খালেক, শিক্ষক খসরুজ্জামান, মুফতি নুরুল হক সহ অন্যান্য শিক্ষকরা৷ সাংবাদিকদের সাক্ষাৎকারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফখরুল ইসলাম বলেন শিক্ষামন্ত্রীর বিধানসভা অধিবেশনে মাদ্রাসা শিক্ষা বন্ধ করার যে ঘোষনা দিয়েছেন এটি সংবিধান বিরোধী,এর তীব্র নিন্দা জানাই৷ ১৯৯৫ সালে আসাম বিধানসভা থেকেই আইন পাশ করে মাদ্রাসা গুলিকে সরকারি করা হয়েছে তাহলে এখন কেন শিক্ষামন্ত্রী মাদ্রাসা গুলি কে বন্ধ করতে চান? তিনি আরো বলেন আজ আমার এই মাদ্রাসা বন্ধের বিরোধিতা করে কালো দিবস পালন করেছি৷ আগামী দিন যদি তিনি এই মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করেন তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর