আসানসোলে কারখানা চালুর দাবিতে ধর্ণা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210920_144057

উজ্জ্বল দাস, আসানসোল:  ইসিএলের সোদপুর এরিয়ার নরসমুদা কোলিয়ারি সহ অন্যান্য কোলিয়ারির খনিতে জল ঢুকে যাওয়ায় দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যাহত হচ্ছে ৷ উৎপাদন বা কয়লা উত্তোলন ব্যাহত হওয়ায় খনি পরিচালন কমিটি খনিগুলি বন্ধ করার পরিকল্পনা করে ৷ এরফলে খনি কর্মীরা কর্মচ্যুত হয় ৷ এরই প্রতিবাদে খনি থেকে জল বের করে পূর্ণমাত্রায় উৎপাদন চালু করার দাবিতে সোদপুর এরিয়ার চিনাকুড়ি এরিয়া দফতরে জয়েন্ট অ্যাকশন কমিটি তথা সোদপুর বাঁচাও কমিটির পক্ষ থেকে ধর্ণা প্রদর্শন করা হয় ৷ খনি শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়, খনি পরিচালন কমিটি তাদের দাবির মান্যতা না দিলে, আগামীদিনে অনশন আন্দোলন সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর