পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ মালদায়

গ্যাস পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মালদা জেলার মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ড এ অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ছিলেন কালিচক 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সুধীর দাশ, আসাদুল আহমেদ, অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃত্ব বৃন্দ।
রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান তাদের এ কর্মসূচি, সকাল 10 টা থেকে বিকাল 4 টা পর্যন্ত চলবে। এবং আগামীকাল আরো অভিনব কায়দায় পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করা হবে।

অবস্থান-বিক্ষোভ এর পাশাপাশি এলাকার বিভিন্ন পেট্রল পাম্পগুলি তে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়, পেট্রোল পাম্পের সামনে, যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে গণস্বাক্ষর করা হয়। এবং পেট্রোল পাম্পের সামনে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপদার্থ প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেন, এবং বলেন যদি তিনি দেশটা চালাতে না পারেন, তাহলে জনসাধারণের স্বার্থে যেন তিনি পদত্যাগ করেন ।

Latest articles

Related articles