পশ্চিম বর্ধমান,আসানসোল: রানিগঞ্জের জেকে নগরে কয়লা খনিতে গ্রামবাসীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ইসিএলের আধিকারিকের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরে রানিগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, এদিন ধ্বসের ঘটনার বিরুদ্ধে জেকে নগর কয়লা খনিতে গ্রামবাসীরা একজোট হয়ে বিক্ষোভ দেখায়। উত্তেজনা চরমে পৌঁছানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।