মোদী মন্ত্রে দীক্ষিত হয়ে একাধিক ফ্ল্যাট-গাড়ি, হিরে-প্ল্যাটিনামের গয়না! প্রায় সাড়ে ৪ কোটির সম্পত্তি শ্রাবন্তীর

মোদী মন্ত্রে দীক্ষিত হয়ে রাজনীতিতে অভিষেক ঘটিয়েই গেরুয়া শিবিরের তরফে নির্বাচনী লড়াইয়ের টিকিট পেয়েছেন। বেহালা পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রকে গেরুয়া ঘাঁটিতে পরিণত করার দায়ভার তাঁর উপর। শিয়রেই সংশ্লিষ্ট এলাকায় নির্বাচন (West Bengal Assembly Election 2021)। তার আগে নির্বাচন কমিশনে (EC) জমা দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।। যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে অনেকেরই! কারণ, একুশের নির্বাচনী লড়াইয়ে শামিল কোনও রাজনৈতিক দলের মহিলা তারকা প্রার্থীরই সম্ভবত এমন সম্পত্তির পরিমাণ নেই!

বেহালা পশ্চিমের বিজেপি (ত্‍ঝ) প্রতিদ্বন্দী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে ৪ কোটি। জমা দেওয়া হলফনামা অনুযায়ী, এই মুহূর্তে শ্রাবন্তীর হাতে নগদ রয়েছে ১ লক্ষ টাকা। দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব মিলিয়ে জমা রয়েছে যথাক্রমে ১ কোটি ১০ লাখ ৬১ হাজার ৫৫১ টাকা এবং ৫০ হাজার টাকা।

এছাড়াও ৭ লক্ষ টাকার মিউচুয়াল ফান্ডের পাশাপাশি ১০ লাখ টাকার জীবনবিমাও রয়েছে। অর্থাত্‍ ব্যাঙ্কের স্থায়ী আমানত, জীবনবিমা, মিউচুয়াল ফান্ড মিলিয়ে রয়েছে মোট ১ কোটি ২৮ লাখ ১১ হাজার ৫৫১ টাকা। ইন্ডাস্ট্রিতে শ্রাবন্তীর গাড়ির প্রতি ভালবাসার কথা অনেকেই জানেন। তাঁর সংগ্রহে রয়েছে একটি অডি কিউ ৭ এবং অন্যটি মারুতি ব্যালেনো। দু’টি গাড়িই ২০১৯ সালে কেনা তাঁর। অডির দাম ৫৩ লাখ ২১ হাজার ১৬৮ টাকা এবং মারুতি ব্যালেনোর দাম ৭ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা।

গয়নাও পরতে বেজায় ভালবাসেন টলিউড অভিনেত্রী। সোনা, হিরে, প্ল্যাটিনাম, সবরকম গয়নারই সম্ভার রয়েছে তাঁর কাছে। হলফনামা অনুযায়ী, সোনার গয়নার বাজার মূল্য ২৯ লক্ষ ৭২ হাজার ২০০ টাকার। তাঁর কাছে হিরে রয়েছে ২০ লাখ ১২ হাজার ৪৫০ টাকার এবং ১২ লাখ ১৮ হাজার ৮২০ টাকার প্ল্যাটিনামের গয়না রয়েছে তাঁর। এর বাইরে ১ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকার একটি হাতঘড়ির কথা হলফনামায় উল্লেখ করেছেন বিজেপি প্রার্থী। অর্থাত্‍ তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ২ কোটি ৫৩ লক্ষ ৬৬ হাজার ৯৩৯ টাকা। শুধু অস্থাবর সম্পত্তির পরিমাণ দেখেই থমকে যাবেন না! স্থাবর সম্পত্তি পরিমাণও রয়েছে কোটি টাকার উপর।

দক্ষিণ ২৪ পরগনার লেদার কমপ্লেক্সে ২০১৭ সালে কেনা ৬ বিঘা ১০ কাঠার একটি চাষের জমি রয়েছে। যার বর্তমান বাজারদর ৮ লক্ষ টাকা। এছাড়াও বেহালার পর্ণশ্রীতে ২টি ফ্ল্য়াট রয়েছে। যার বর্তমান মূল্য ১ কোটি ৮৮ লক্ষ টাকা। তবে ব্যাঙ্কে শ্রাবন্তীর একটি মাত্র ঋণ রয়েছে। ৩৮ লাখ ১২ হাজার ৪৫৬ টাকার গাড়ি ঋণ নিয়েছিলেন, তখন এই লোন নেওয়া।

Latest articles

Related articles