সম্প্রীতির সুরে করোনা লড়াইয়ে তবলিগি জামাত! প্লাজমা থেরাপির জন্য তবলিগি সদস্যরা দান করবেন রক্ত

এনবিটিভি ডেক্স: সম্প্রীতির সুরে করোনা লড়াইয়ে তবলিগি জামাত! প্লাজমা থেরাপির জন্য তবলিগি সদস্যরা দান করবেন রক্ত৷
নিজামউদ্দিন মারকেজের তলবিঘি জামাতের জমায়েত নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। এবার রোগীদের সুস্থ করে তুলতে তবলিঘি জামাতের সদস্যরাই এগিয়ে আসছেন বলে জানিয়েছে দিল্লি প্রশাসন। জানা গিয়েছে,এইমসে মোট ১৪২ জন তলবিঘি জামাত সদস্যদের মধ্যে ১২৯ জন সেরে উঠেছেন। এবার তাঁদের মধ্যেই অনেকে এগিয়ে এসেছেন প্লাজমা থেরাপির জন্য রক্ত দান করতে।

Latest articles

Related articles