“জামা-কাপড় খুলে রাস্তায় ঘুরে বেড়ানোই কী গণতন্ত্র?”, বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে দিলীপ  

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

1615891762

সবসময়েই উল্টোপাল্টা মন্তব্য করে প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন কথা হচ্ছিল ত্রিপুরা নিয়ে, কথা হচ্ছিল তাঁদের গ্রেফতারির প্রসঙ্গেও। হঠাত্‍ করেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন, ”গণতন্ত্র মানে কি জামাকাপড় না পরেই রাস্তায় বেরোনোর অনুমতি?” হঠাত্‍ করে দিলীপ ঘোষের এমন মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কেনই বা এমন কথা বলতে গেলেন তিনি তা নিয়ে ধন্দে গেরুয়া শিবিরের একাংশই।

মঙ্গলবার শহিদ সম্মান যাত্রা শুরুর আগে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে খড়গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ”নিজের রাজ্য ছেড়ে এখন ত্রিপুরা নিয়ে ব্যস্ত হয়ে তৃণমূল। সেখানে গিয়ে অশান্তি করছে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা সত্ত্বেও লাগাতার বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। আমি তো বুঝতেই পারছি না গণতন্ত্রের মানে কী ওঁদের কাছে? গণতন্ত্র মানে কি জামা-কাপড় না পরেই রাস্তায় ঘুরে বেড়ানো?” বিজেপি নেতার এই মন্তব্য স্বাভাবিকভাবেই উসকে দিয়েছে বিতর্ক। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ‘গণতন্ত্রে মানুষ নিজের ইচ্ছেমতোই কাজ করতে পারেন। যদি না সেটা সামাজিকভাবে কোন অন্যায় হয় বা অন্য কাউকে আঘাত দেওয়া।’ তবে হঠাত্‍ করে দিলীপ ঘোষ এমন মন্তব্য করতেই বা গেলেন কেন, তা বুঝে উঠতে পারছেন না দলের শীর্ষ নেতৃত্বরাই।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর