নিউজ ডেস্ক : ২০১৪ সালের নারদা দুর্নীতি মামলায় রাজ্যের ২ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ১ বর্তমান এবং ১ প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু একই মামলায় অভিযুক্ত বর্তমানে বিজেপির আশ্রয়ে থাকা দুই প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে কোনো তদন্ত শুরু করেনি সিবিআই। ফলে সিবিআই এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে সব মহল থেকে। তবে ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য সিবিআই উপযুক্ত কর্তৃপক্ষের থেকে অনুমতি পায়নি বলে কোর্টে দাখিল করা একটি চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে ২০১৪ সালে এই মামলা যখন সিবিআই তদন্ত শুরু করে তখন শুভেন্দু এবং মুকুল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ছিল। তাই তাদের বিরুদ্ধে তদন্ত শুধু করার জন্য লোকসভার স্পিকার এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের অনুমতির প্রয়োজন ছিল। সেই সময় তা মেলেনি বলে দাবি করা হয়েছে সিবিআই এর তরফে।
অন্যদিকে বর্তমানে সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া ৪ তৃণমূল নেতার গ্রেফতারের জন্য ও রাজ্যের বিধানসভার স্পিকারের প্রয়োজন হয়। কিন্তু সিবিআই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের অনুমতি ছাড়াই ফিরহাদ হাকিমদের গ্রেফতার করেছে বলে জানিয়েছেন তিনি। সিবিআই এর এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি বলে মন্তব্য করেন বিমান বন্দোপাধ্যায়। সিবিআই এর তরফ এই হেভিওয়েট নেতাদের গ্রেফতার করার জন্য বর্তমানে বিজেপির সুরে সর্বদা কথা বলা রাজ্যপালের সম্মতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু অনেক বিশেষজ্ঞ বলেছেন, লোকসভার স্পিকার সম্মতি ব্যতীত তাদের বিরুদ্ধে তদন্ত না শুরু করা গেলে কোন যুক্তিতে বিধানসভার স্পিকারের অনুমতি ব্যতীত বিধায়ক দের গ্রেফতার করা হল।